Saturday, January 17th, 2026, 4:20 pm

দেশজুড়ে ৫৬ দীর্ঘমেয়াদি ইইউ নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন শুরু

 

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় মোট ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশে রওনা হওয়ার মাধ্যমে মাঠপর্যায়ে তাদের কার্যক্রম শুরু হয়।

এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্ডা লাসে বলেন, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা মিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের পর্যবেক্ষণ ও তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে নির্বাচনি প্রক্রিয়ার একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য মূল্যায়ন সম্ভব হবে।

তিনি আরও জানান, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন দীর্ঘমেয়াদি ও দেশব্যাপী পর্যবেক্ষণের জন্য একটি সুসংগঠিত ও সুপ্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করে থাকে। এর মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে ভারসাম্যপূর্ণ ও গভীর বিশ্লেষণ উপস্থাপন করা হয়। মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকরা আঞ্চলিক পর্যায়ে নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং ঢাকাভিত্তিক মূল দলের বিশ্লেষণ কার্যক্রমে সহায়তা করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পর্যবেক্ষকরা দুই সদস্যের দলে বিভক্ত হয়ে কাজ করবেন। তারা ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী, রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক পর্যবেক্ষক এবং তরুণ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শহরের পাশাপাশি ছোট শহর ও গ্রামাঞ্চলেও তাদের কার্যক্রম পরিচালিত হবে।

ইন্ডা লাসে বলেন, এই দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে এসেছেন। মাঠপর্যায়ে কাজ শুরু করার আগে তাদের বাংলাদেশের নির্বাচনি ব্যবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, আইনি কাঠামো, গণমাধ্যম ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ ও ধারণা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ সরকারের আমন্ত্রণেই ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন তাদের কার্যক্রম পরিচালনা করছে। মিশনের প্রধান পর্যবেক্ষক এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস গত ১১ জানুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মিশনের কার্যক্রম উদ্বোধন করেন।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, মিশনের সঙ্গে আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক যুক্ত হবেন। পাশাপাশি ইইউ সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের কূটনৈতিক মিশনের পর্যবেক্ষকরাও ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রস্তুত প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের একটি প্রতিনিধিদলও মিশনে অংশ নেবে। সব মিলিয়ে পূর্ণাঙ্গ পর্যায়ে প্রায় ২০০ জন পর্যবেক্ষক এই মিশনে কাজ করবেন।

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে। নির্বাচনি প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়ার পর সুপারিশসহ একটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এসব প্রতিবেদন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং মিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন একটি কঠোর আচরণবিধির আওতায় পরিচালিত হয়, যেখানে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা এবং কোনো ধরনের হস্তক্ষেপ থেকে বিরত থাকার বাধ্যবাধকতা রয়েছে। মিশনটি জাতিসংঘের তত্ত্বাবধানে ২০০৫ সালে অনুমোদিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুসরণ করে কাজ করে।

এনএনবাংলা/পিএইচ