নির্বাচন কমিশন (ইসি) কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে। ঋণ খেলাপির অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানির পর এই ঘোষণা দেওয়া হয়।
এর আগে একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ইসিতে আপিল করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে, ঋণ খেলাপির কারণে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করা উচিত।
কুমিল্লা-৪ আসনে এনসিপির এই নেতা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিএনপির উদ্যোগে বাংলাদেশ সরকারের তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ইসলামপন্থীদের ভোট ‘একবাক্সে’ আনার চেষ্টা থমকে গেল!
মার্কিন ভিসা নীতিতে সংকট বাড়ছে বাংলাদেশের