ঝিনাইদহে জামায়াত নেতা ও কুষ্টিয়া-৩ আসনের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) রাতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন।
পপপু তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “আমির হামজা তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।” স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয় এবং এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সমর্থন জানিয়েছেন।
জানানো হয়েছে, মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনের মনোনীত প্রার্থী হলেও সম্প্রতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিকৃত মন্তব্য করেছেন। পপপু সাংবাদিকদের বলেন, “একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না। তিনি তার বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত ঝিনাইদহে প্রবেশ করতে পারবেন না।”
ওয়াজ মাহফিল মৌসুমে মুফতি আমির হামজা ঝিনাইদহের ছয়টি উপজেলা এবং জেলার বিভিন্ন ইউনিয়নে প্রধান বক্তা হিসেবে অংশ নেন। কুষ্টিয়া ও ঝিনাইদহ একে অপরের সঙ্গে নিবিড় যোগাযোগের জেলার কারণে তার মন্তব্য দুই জেলার মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিএনপির উদ্যোগে বাংলাদেশ সরকারের তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ইসলামপন্থীদের ভোট ‘একবাক্সে’ আনার চেষ্টা থমকে গেল!
মার্কিন ভিসা নীতিতে সংকট বাড়ছে বাংলাদেশের