Saturday, January 17th, 2026, 5:59 pm

নির্বাচন ব্যর্থ হলে দেশের স্বাধীনতা হুমকিতে পড়বে: শামসুজ্জামান দুদু

 

ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতিতে শুধু সরকার নয়, এর ভয়াবহ খেসারত দিতে হবে পুরো জাতিকে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে দেশের ভবিষ্যৎ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময় খুব বেশি নেই। জাতীয় সংসদ নির্বাচনের জন্য এক মাসেরও কম সময় অবশিষ্ট রয়েছে। নির্বাচনের পরপরই দেশে নতুন সরকার গঠিত হবে। সেই সরকার যদি দেশপ্রেমিক হয় এবং জনগণের অনুভূতি ও চাহিদা অনুধাবন করতে পারে, তাহলে দেশ সমৃদ্ধির পথে এগোবে এবং স্বাধীনতা ও গণতন্ত্র সুরক্ষিত থাকবে।

ভাইস চেয়ারম্যান দুদু বলেন, একটি ভালো নির্বাচনের অন্যতম শর্ত হলো মানুষ যেন নির্বিঘ্নে, নির্ভয়ে ও নিরাপত্তার সঙ্গে ভোটকেন্দ্রে যেতে পারে। গত ১৫–১৬ বছরে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি; অনেক ক্ষেত্রেই ভোট আগেই হয়ে যেত—এমন অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি। দেশের নিরাপত্তা ও মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।

দুদুর অভিযোগ, এই অবহেলার ফলেই ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে খুন ও সহিংসতার ঘটনা ঘটছে। তিনি বলেন, আমাদের তরুণ ছাত্রনেতা হাদিও এর শিকার হয়েছে। ভালো নির্বাচন নিশ্চিত করতে যে সময়টুকু এখনো বাকি আছে, তা কাজে লাগিয়ে দ্রুত বৈধ ও অবৈধ সব ধরনের অস্ত্র উদ্ধার করা প্রয়োজন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, জোটের মুখপাত্র এস এম শাহাদাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এনএনবাংলা/পিএইচ