Saturday, January 17th, 2026, 7:42 pm

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিএনপির উদ্যোগে বাংলাদেশ সরকারের তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 

গত ১৬ জানুয়ারির শুক্রবার বাদ মাগরিব বাদ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিএনপির উদ্যোগে বাংলাদেশ সরকারের তিন বারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মিলাদ মাহফিল দারুল উলুম মসজিদে অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় সভাপতিত্ব করেন ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার। শোক ও দোয়া মাহফিলের পরিচালনায় ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াশ খান। সার্বিক সহযোগিতায় ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো মহসিন। দোয়া ও এবং সুদূর লন্ডন থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবং সাবেক যুক্তরাষ্ট্রের

সহ সভাপতি আবদুর রশীদ খান হারুন। মিলাদ মাহফিলের আপ‍্যায়নের কমিটির সভাপতি মোঃ অলমগীর এবং সাধারন সম্পাদক মোঃ বাবরের আন্তরিক সহযোগিতায় দোয়া শেষে উপস্থিত অতিথিদের মাঝে রাতের খাবার আপ‍্যায়ন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সদস্য আলী হোসেন আশিক,মোঃ ইকবাল,ফাহিম হোসেন,সুমন বিশ্বাস,আবদুর রকিব মো হিমেল,কামরুল,শাহীন,বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ, মো জুনায়েদ, সাইফুল ইসলাম,ইয়াকুব,মোশাররফ,রিপন,আবদুর রশীদ শামীম, মোঃ আকবর, মোঃ মাসুদ পারভেজ, মোঃ খোরশেদ আলম প্রমুখ। দোয়া মাহফিলে আমন্ত্রিত মহিলা ও

শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। শোক ও দোয়া মাহফিলে আলোচনা সভায় সভাপতি ইমরানুল হক চাকলাদার মরহুমা আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির জন্য নারী অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য দেশ পরিচালনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন কর্মসূচি আলোচনা করেন ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। দোয়া মোনাজাত অনুষ্ঠিত আলোচনায় বক্তব্যে বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদারতা ও দেশপ্রেম এবং জনগণের কল্যাণে যে অবদান রেখেছেন তার প্রতি শ্রদ্ধা এবং অনুপ্রাণিত হয়ে আমরা যেন বাংলাদেশকে এবং বিএনপির জন্য

কাজ করতে পারি সেই লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং আজীবন জিয়ার পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন তার বক্তব্যে বলেন, যতদিন আমি বেঁচে থাকব ততদিন বেগম খালেদা জিয়ার ও শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করতে থাকবো। তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ ফকরুল ইসলাম আলমগীর।