মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত সহিংস ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, নানক ও তাপসসহ অভিযুক্ত ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এ বিষয়ে আজই ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চাইলে এটিকে আরও সংক্ষিপ্ত, হেডলাইনসহ, অথবা অনলাইন নিউজ পোর্টালের স্টাইল অনুযায়ীও সাজিয়ে দিতে পারি।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ভিন্নমতের হলেও একসঙ্গে আলাপ করা, কথা বলাই গণতন্ত্রের অংশ: জাইমা রহমান
ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৫ হাজার
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জ