গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে গণভোট প্রচারণায় গঙ্গাচড়ায় গ্রাম পর্যায়ে উঠান বৈঠক অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর। এছাড়া অন্যান্য দপ্তর ও ইউনিয়ন পরিষদের পক্ষেও প্রচারণা চালানো হচ্ছে। নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় গ্রামের সাধারণ মানুষজনকে নিয়ে করা হচ্ছে উঠান বৈঠক। উঠান বৈঠকে সংসদ নির্বাচনের সাথে এবার গণভোট হবে। গণভোটে
সম্পর্কে করা হচ্ছে উপস্থাপন। গণভোট প্রচারণায় ধারাবাহিকতায় রোববার উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ ভাই ভাই মোড়ে করা হয় উঠান বৈঠক। উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের প্রচারণায় অনুষ্ঠিত উঠান বৈঠকে গণভোট সম্পর্কে লিফলেট হাতে নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আক্তার। এ সময় কুড়িবিশ্বা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রায়হান কবির, মহিলা বিষয়ক দপ্তরের শহিদুল ইসলাম, এনজিও প্রতিনিধি মৌসুমি বেগম, শামসুন্নাহার, সাংবাদিক ও উপজেলা সুজনের সহ-সভাপতি আব্দুল বারী স্বপন, সাংবাদিক আসাদুজ্জামান সাদেকুল। উঠান বৈঠকে নারী পুরুষসহ সব বয়সী ভোটাররা অংশগ্রহণ করে। উঠান বৈঠক সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবার গণভোট যুক্ত করা হয়েছে। এই গণভোটে চারটি নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে, যা বুঝে ভোটারগণ তাদের সুচিন্তিত মতামত দিবে। সরকার গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালাচ্ছে। সরকারের প্রচারণার অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও সরকারি প্রতিষ্ঠানগুলো গ্রাম পর্যায় প্রচারণা করা হচ্ছে।

আরও পড়ুন
নাটোরের বাগাতিপাড়ার ফাগুয়ারদিয়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ
সাপাহারে ইত্তেফাকুল উলামা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ