Sunday, January 18th, 2026, 4:37 pm

সাপাহারে ইত্তেফাকুল উলামা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

“আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই” স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার পিছলডাঙ্গায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় স্থানীয় পিছলডাঙ্গা স্কুল মাঠে ‘ইত্তেফাকুল উলামা পরিষদ, পিছলডাঙ্গা’র উদ্যোগে এই কর্মসূচি সম্পন্ন হয়। ইত্তেফাকুল উলামা পরিষদের উপদেষ্টা মুফতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রচণ্ড শীতে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে উলামা পরিষদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিত্তবানদেরও এভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামা পরিষদের সভাপতি মুফতি হাবিবুর রহমান, সহ-সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, সংগঠনের সদস্য মুফতি আতাউর রহমান ও মুফতি আব্দুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মুফতি আবু বক্কর সিদ্দিক।