Sunday, January 18th, 2026, 6:25 pm

বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলা নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান!

 

নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ইস্যুতে একাধিক দফা বৈঠক হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে এখনও কোনো চূড়ান্ত সমাধান হয়নি। এরই মধ্যে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি।

বাংলাদেশের দাবি পূরণ না হলে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ–পাকিস্তান যোগাযোগ, মিলেছে ইতিবাচক সাড়া

প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা। একটি সূত্র জানিয়েছে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত সহায়তা পেতে বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

সূত্রটি আরও জানায়, বাংলাদেশের সমস্যার সমাধান না হলে পাকিস্তানও তাদের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে।

ভেন্যু ইস্যুতে ঢাকায় আইসিসির সঙ্গে বিসিবির বৈঠক

বাংলাদেশের ভেন্যু সংক্রান্ত সমস্যার সমাধান খুঁজতে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। বিকেলে তিনি বিসিবির সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনাও। ভিসা জটিলতার কারণে তিনি সরাসরি বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।

তবে আইসিসির সঙ্গে বৈঠক শেষে ভারত সফরের সিদ্ধান্তে অনড় থাকার অবস্থান পুনর্ব্যক্ত করেছে বিসিবি।

ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবি বিসিবির

বৈঠক শেষে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসির দুই প্রতিনিধির সঙ্গে বৈঠকে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ আবারও আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগও তুলে ধরা হয়। বিশেষভাবে উল্লেখ করা হয় দলের নিরাপত্তা, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সব অংশীজনদের নিরাপত্তার বিষয়টি।

গ্রুপ পরিবর্তন নিয়েও আলোচনা

বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসে। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, “অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।”

তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিশ্বকাপ ঘিরে বাড়ছে অনিশ্চয়তা

সব মিলিয়ে নিরাপত্তা ও ভেন্যু সংকট ঘিরে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। একই সঙ্গে পাকিস্তানের সম্ভাব্য অবস্থান, বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।