Sunday, January 18th, 2026, 8:01 pm

মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৬

 

মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি ইজিবাইক চাপা দিয়ে খাদে পড়ে গেছে। এই দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদর দপ্তর নিহতদের সংখ্যা নিশ্চিত করেছে। তবে, এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ঢাকার দিকে যাত্রা করছিল বাসটি। পথে ইজিবাইক চাপা পড়ার ফলে তা দুমড়ে-মুচড়ে যায় এবং বাস মহাসড়কের পাশে খাদে পড়ে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

এনএনবাংলা/