নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়া ইউনিয়নের ৮ও ৯ নং ওয়াড সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, আমার পিতা মরহুম ফজলুর রহমান পটল এই এলাকার মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। আপনারা আমার বাবাকে বারবার নির্বাচিত করেছেন। আমি তার সন্তান। আমি আপনাদের সন্তান। আপনাদের কাছে আমি ভোট চাইতে আসি নাই। যেহেতু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী এখন ভোট চাওয়া যাবে না তাই আমিও আপনাদের কাছে ভোট চাইবো না। আমি দোয়া চাইতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
ফারজানা শারমিন পুতুল আরও বলেন, আমার পিতা মরহুম ফজলুর রহমান পটলের জন্য দোয়া করবেন। সেই সাথে দোয়া করবেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। তিনি সারাটা জীবন এই দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। নিজের ছোট সন্তানকে হারিয়েছেন। বড় সন্তান নির্যাতিত হয়ে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত জীবনযাপন করেছেন তার পরেও তিনি আপোস করেন নাই। আমরা সেই আপোসহীন নেত্রীর জন্য দোয়া করবো। যেহেতু আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেনো সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আপনাদের কথা বলতে পারি। আমাদের নেতা তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই নতুন বাংলাদেশ যেন বাস্তবায়ন করতে পারি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ সহ অনেকেই।
এনএনবাংলা/

আরও পড়ুন
আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি: সিইসি
ইসি পক্ষপাতমূলক আচরণ করছে: মির্জা ফখরুল
মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৬