আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, রাষ্ট্রকে জনগণের প্রত্যাশামতো গড়ে তুলতে গণভোটে “হ্যাঁ”-তে সিল দিন; নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ভিডিও বার্তাটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচার করা হয়।
ভিডিও বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, জুলাই গণ-অভ্যুত্থান জাতির ইতিহাসের এক অসাধারণ অর্জন। এই গণ-অভ্যুত্থান অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি বড় সুযোগ সৃষ্টি করেছে। এ লক্ষ্য সামনে রেখে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেছে।
গণভোটে সংস্কারের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের জন্য দেশের সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি প্রয়োজন। সে কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিয়ে সনদের পক্ষে আপনার সম্মতি জানান।
জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়নমুক্ত বাংলাদেশ গড়ার পথ সুগম হবে।
তিনি আশা প্রকাশ করেন, গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত, গুলিবিদ্ধ আরও ৩
ভোটের আগে প্রবাসী আয়ে চাঙাভাব, ১৮ দিনে দেশে এসেছে দুই বিলিয়ন ডলার
তারেক রহমান বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে রাজনীতিতে এগিয়ে এসেছেন: হাবিবুর রশিদ