Tuesday, January 20th, 2026, 8:09 pm

ছাত্রদল কর্মীসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা, বাদি যুবলীগ নেতার মেয়ে

 

খুলনার কয়রা উপজেলা উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের বাড়ি থেকে আটক ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। সোমবার রাতে তাদের বিরুদ্ধে মামলা করেন যুবলীগ সভাপতির মেয়ে শাহানাজ পারভীন। মঙ্গলবার দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আসামিরা হলেন খুলনার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কর্মী আরেফিন আল নাহিন, মিরাজুল ইসলাম ও  মিরাজ গাজী ওরফে বোরহান।

সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সোমবার বিকালে খুলনার সোনাডাঙ্গা থানার নেছার উদ্দিন সড়কে এস এম শফিকুল ইসলামের বাড়িতে তিন যুবক চাঁদাবাজি করছে বলে তথ্য আসে। ঘটনাস্থল গিয়ে তাদের ৩ জনকে আটক করা হয়। সোমবার রাতে এস এম শফিকুল ইসলামের মেয়ে শাহানাজ পারভীন বাদি হয়ে তাদের ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলায় তাদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়

ওসি জানান, শফিকুল ইসলাম কয়রা উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। তিনি দুই বার সদর ইউনিয়ন এবং একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। মামলাগুলোতে তিনি জামিন নিয়ে খুলনার বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।