নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটা জাতিতে ধ্বংস করতে গেলে সবার আগে শিক্ষাকে ধ্বংস করতে হবে এবং সেই কারনে সবাই তোমরা জানো বই না পড়ে খাতায় না লিখে জিপি ৫এ পাওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে, যা শিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করেছে।
আওয়ামীলীগ এই শিক্ষাকে আজকে ধ্বংস করে দিয়েছে। পাশ্ববর্তী রাষ্টের প্রেসক্রিপশন অনুযায়ী চলেছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব ৩১ দফার ভিতর এই শিক্ষা ব্যাবস্থার জন্য তিনি আলাদা বাজেট রেখেছেন।
তিনি মঙ্গলবার ২০ জানুয়ারী বেলা ১১ টার দিকে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়নের একডালা আর, কে দুলু মডেল হাই স্কুল প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যারিষ্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, আর,কে মডেল হাই স্কুলের প্রতিষ্ঠা সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক গোলাম সারোয়ার, আর, কে মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, সহ বিএনপির নেতৃবৃন্দ।

আরও পড়ুন
নড়াইলে দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার
গণভোটেই আমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে – উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
রংপুরে নির্বাচনী ইশারা ভাষার অভিধান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত