Tuesday, January 20th, 2026, 8:48 pm

কুলাউড়ায় চা-শ্রমিকসহ শতাধিক মানুষ পেল শুভসংঘের উপহার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলার কালিটি ও গাজীপুর চা বাগানের সুবিধাবঞ্চিত ৬০ জন চা-শ্রমিক ও তাদের সন্তানদের মাঝে শীতবস্ত্র (হুডি ও কম্বল) বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার বন্ধুরা। এছাড়া কুলাউড়া পৌর শহর, কুলাউড়া সদরসহ বিভিন্ন এলাকায় আরো ৭০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতের কাপড় পেয়ে মুখে হাসি ফুটেছে চা-শ্রমিক সন্তানদের মাঝে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে এগোরটায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের প্রথম পর্বে কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল ও শুভসংঘের উপজেলা শাখার সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন শুভসংঘের প্রধান উপদেষ্ঠা অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক সুফিয়ান আহমেদ, শুভসংঘের সদস্য ও সাংবাদিক মহি উদ্দিন রিপন প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. রজত কান্তি ভট্টাচার্য তাঁর বক্তব্যে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আর্ত মানবতার সেবায় দেশ ও জাতির কল্যাণে বসুন্ধরা শুভসংঘ যেভাবে কাজ করছে সেটি অত্যন্ত প্রশংসার দাবি রাখে। শুভসংঘ সমাজের তৃণমূল ও সুবিধাবঞ্চিত মানুষদের খোঁজে বের করে তাদের পাশে সকল ধরণের সহযোগিতার হাত প্রসারিত রেখেছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়া শুভসংঘের বন্ধুরা দরিদ্র লোক ও চা বাগানের শ্রমিকদের ছোট্ট শিশুদের মাঝে উষ্ণতার পরশ দিতে শীতবস্ত্র উপহার দিচ্ছে। এ ধরণের আয়োজন অন্যান্য সংগঠনদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

দুপুর সাড়ে বারোটায় গাজীপুর চা-বাগানে দ্বিতীয় পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল। এসময় সমাজকর্মী রিফাত চৌধুরীসহ শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। তৃতীয় পর্বে দুপুর দেড়টায় কালিটি চা-বাগানে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিলের সভাপতিত্বে ও শুভসংঘের সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, কবি ও সাংবাদিক সঞ্জয় দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্য দেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম, কালিটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ দাস অলমিক, সাংবাদিক মহি উদ্দিন রিপন, লক্ষীপুর হলিক্রস স্কুলে শিক্ষক দিলীপ দাস, চা শ্রমিক নেতা দয়াল অলমিক প্রমুখ। এসময় শুভসংঘের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শুভসংঘের সহ-সভাপতি রফিকুল ইসলাম মামুন, যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম রুমেল, মো. ময়জুল ইসলাম, আব্দুল মুন্তাকিম ফাহিম, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জাহান, অর্থ সম্পাদক মিফতা আহমেদ রাফি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আরিবা জান্নাত আনিকা, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আরিফুল ইসলাম খানসহ শুভসংঘের সদস্যরা।

কালিটি চা-বাগানে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষক সঞ্জয় দেবনাথ বলেন, বসুন্ধরা শুভসংঘ যেভাবে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমাদের প্রত্যন্ত এলাকার চা-বাগানে এসে শুভসংঘের বন্ধুরা শীতবস্ত্র বিতরণ করে শ্রমিক সন্তানদের পাশে এসে দাঁড়িয়েছে তা আসলে মানবতার বহিঃপ্রকাশ। শুভসংঘের কার্যক্রম কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে চা জনগোষ্ঠীর লোক।

কালিটি চা-বাগানের বাসিন্দা মাইকেল অলমিক, সুরভী অলমিক, স্বাধীন রায়, রুমি কর্মকার, মনিকা দাস, শান্তনা দাস, সংগ্রাম অলমিক, রনজিত রায়, টুনি দাস, প্রশান্ত দাস, সোনালী অলমিক, ইমন দাস। তারা সবাই স্থানীয় বাগানসহ বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থী। তারা সবাই শুভসংঘের উপহার শীতের হুডি পেয়ে জানায়, কুলাউড়ার মধ্যে কালিটি চা-বাগানের শ্রমিকরা সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের পরিবারের সদস্যরা শ্রমিকের কাজ করে কোনমতে সংসার চালান। গরমের কাপড় ঠিকমত কিনতে পারেন না। মাঝে মাঝে আমরা আমাদের মা-বাবার চাদরটা গায়ে পরিধান করি। কিন্তু এবার শুভসংঘ আমাদের সবাইকে শীতের হুডি ও আমাদের মা-বাবাকে শীতবস্ত্র কম্বল দিয়েছে সেজন্য আমাদের খুবই খুশি লাগছে। এবার আমরা শীতের কষ্ট থেকে রেহাই পাবো।