Tuesday, January 20th, 2026, 8:56 pm

সাপাহার সীমান্তে ভারতীয় ঔষধ ও মদসহ ৩ চোরাকারবারী আটক

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ঔষধ ও মদসহ তিন চোরাকারবারীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার হাপানিয়া বিওপির আওতাধীন কৃষ্ণ সদা নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—সাপাহার উপজেলার করমুডাংগা গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে মোঃ সোহেল রানা (২৪), নামো বিরামপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মিজানুর রহমান (২৬) এবং পশ্চিম বিরামপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোঃ মোজাম্মেল হক (৪৫)।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ০৯:৫০ ঘটিকায় হাপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল কৃষ্ণ সদা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ, ০২ বোতল মদ এবং ০১টি ব্যাগসহ ওই তিন চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও ঔষধসহ তাদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ পারাপার, মাদক পাচার এবং সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।