Wednesday, January 21st, 2026, 4:22 pm

রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান

 

দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ সিলেট সফরে যাচ্ছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে তিনি বিমানে করে সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তিনি সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। জনসভায় অংশ নেওয়ার আগে তিনি পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন জেলায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। দুপুর ১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে, দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে, বিকাল ৫টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্ক সংলগ্ন স্থানে আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এরপর রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার/রূপগঞ্জ গাউসিয়া এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। রাত ১০টার দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এই সফরের মধ্য দিয়ে ঐতিহ্য অনুযায়ী সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি।

তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নগরীর অলিগলি ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়েছে, বিরাজ করছে আনন্দ ও উদ্দীপনার আমেজ।

এনএনবাংলা/পিএইচ