Wednesday, January 21st, 2026, 4:57 pm

বগুড়া-৬ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন তারেক রহমান

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘ধানের শীষ’ প্রতীক পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা প্রতীক গ্রহণ করেন।

বগুড়া-৬ আসনে মোট পাঁচজন বৈধ প্রার্থী এবার প্রতীক পেয়েছেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি ‘লাঙ্গল’ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মো. মামুনুর রশি ‘হাতপাখা’, জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল ‘দাঁড়িপাল্লা’ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মনোনীত প্রার্থী দিলরুবা নূরী ‘মই’ প্রতীকের মাধ্যমে নির্বাচন করছেন।

এর আগে বুধবার সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসনের সভাকক্ষে জেলার সাতটি আসনের জন্য প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, বগুড়া জেলায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে বগুড়া সদর আসনে ভোটার আছেন ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১০ জন।

এনএনবাংলা/পিএইচ