Wednesday, January 21st, 2026, 6:25 pm

বেহাল ডামুড্যা শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের ভোগান্তি চরমে

ডামুড্যা (শরীয়তপুর)প্রতিনিধি:

ডামুড্যা উপজেলায় কনেশ্বর ইউনিয়নের পৈত কাঠি মসজিদের পাশ দিয়ে বহমান শরীয়তপুর এই সড়কটি বেহাল দশা ,২১শে জানুয়ারি সরে জমিনে ঘুরে দেখা যায় তিন খাম্বা নামক স্থান থেকে  শুরু করে বুড়িরহাট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষ। এই সড়ক দিয়ে প্রতিদিন দুইটি উপজেলার হাজার হাজার মানুষের চলাচল করার একটি মাত্র পথ , দিন রাত ২৪ ঘন্টাই

যাতায়াত হচ্ছে হাজার হাজার যাত্রীবাহী গাড়ি ও পণ্যবাহী লোড /আনলোড পরিবহন, এই সড়কটি একটি ব্যস্ততম মহা সড়ক , কিন্তু খানা খন্দে ভরা  রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে চলাচলের সময় প্রতিদিনই ঘটেছে অহরহ  দুর্ঘটনা। গত সপ্তাহ থেকে শুরু করে এই পর্যন্ত ঘটেছে কয়েকটি বড় বড় দুর্ঘটনা, কারো হাত ভাঙছে কারো পা কারো মুখ থুবড়ে গেছে আর গাড়ি হয়েছে বিকল অবস্থা ,এসব রোগীরা  ভর্তি আছেন কেউ সদর হাসপাতালে কেউ বা আছেন উন্নত চিকিৎসার জন্য আছেন ঢাকা মেডিকেল হাসপাতালে। বিশেষ করে এই রাস্তায় পায়ে হেঁটে চলাচল করা ও দুষ্কর হয়ে পড়েছে । বৃষ্টির হলেই গর্তে পানি জমে মরন ফাঁদে পরিণত হয় । অটোচালক হাচান বলেন, এই রাস্তা দিয়ে গর্ভবতী মা-বোনদেরকে নিয়ে গেলে কি যে একটা অবস্থা যা একমাত্র ভুক্তভোগীরাই  উপলব্ধি করতে পারেন। ভ্যানচালক নাসির বলেন এই রাস্তা দিয়ে যাত্রী তুলতে গেলে প্রতিদিনই গাড়ির ঝুঁকিতে যান্ত্রিক ত্রুটি  হয়। মাঝেমধ্যে  চলন্ত অবস্থায় গাড়ি থেকে যাত্রী পড়ে গিয়ে ঘটে দুর্ঘটনা।

শহীদুল ইসলাম বলেন আমি আমি প্রতিদিনই মোটরসাইকেল দিয়ে এই রাস্তা দিয়ে শরীয়তপুর থেকে গোসেরহাটে অফিস করতে যাই এই রাস্তাটি খুবই ভয়াবহ আমি মোটরসাইকেল সাইকেল চালিয়ে দিতে ভয় পাই কখন জানি দুর্ঘটনার কবলে পড়ে যায়। শরীয়তপুর সড়ক ও জনপদের বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, আমি সরোজমিনে ব্যবস্থা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।