২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হতে যাওয়ায় সেখানে বাংলাদেশ দল পাঠানো হবে না—এমন সিদ্ধান্ত চূড়ান্ত হলে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল অন্তর্ভুক্ত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এ সিদ্ধান্ত কার্যকরের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চূড়ান্ত অবস্থান জানানোর জন্য এক দিনের সময় দিয়েছে সংস্থাটি।
নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি ভারত সফরে দল না পাঠানোর বিষয়টি আইসিসিকে জানায়। এর পরিপ্রেক্ষিতে আজ অনুষ্ঠিত আইসিসি বোর্ডসভায় এ নিয়ে ভোটাভুটি হয়। সভায় বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল অন্তর্ভুক্ত করার প্রস্তাবের পক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্য ভোট দেন।
তবে এখনই বিষয়টি চূড়ান্তভাবে কার্যকর করা হচ্ছে না। আইসিসি জানিয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে বিসিবিকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। এ উদ্দেশ্যে বিসিবিকে এক দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: মাহদী আমীন
খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে: ইরান সেনাবাহিনী
এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা