টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কঠিন সিদ্ধান্তে পৌঁছেছে বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট দল—এ কথা স্পষ্টভাবে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বাংলাদেশের সামনে তখন কার্যত দুটি পথই খোলা ছিল—হয় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে হবে, নয়তো এবারের আসরেই অংশ নেওয়া হবে না। এমন পরিস্থিতিতে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলংকায় বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা হলেও শেষ পর্যন্ত ভারতেই খেলার সিদ্ধান্তের কথা জানায় আইসিসি। গতকাল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় আইসিসির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিদের পাশাপাশি আইসিসির শীর্ষ কর্মকর্তারাও অংশ নেন।
সেই সভা শেষে বাংলাদেশকে একদিন সময় দেওয়া হয়—বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে না চাইলে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে।
এই প্রেক্ষাপটে আজ বিকেলে ক্রিকেটারদের নিয়ে জরুরি বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে সিদ্ধান্ত আসে—বাংলাদেশ দল ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না। এ সিদ্ধান্তে ক্রিকেটাররাও একমত বলে জানা গেছে।
বাংলাদেশের পক্ষ থেকে এখনো আশা করা হচ্ছে, আইসিসি পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রীলংকায় খেলার সুযোগ দেবে। বিষয়টি নিয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেট অঙ্গন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন: জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে চায় যুক্তরাষ্ট্র
হ্যাটট্রিক জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে সুপার সিক্সে বাংলাদেশ
বাংলাদেশের ভোটের লড়াইয়ের নতুন ময়দান, টিকটক-ফেসবুক-ইউটিউব