ঢাকা আবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই অবস্থান করছে। শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাজধানীর বাতাসের মান আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকার একিউআই (AQI) স্কোর ছিল ২৪০, যা এই মেগাসিটিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে নিয়ে এসেছে।
একই সময়ে, তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (AQI স্কোর: ৩২৪), তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা (২৯১), চতুর্থে বসনিয়ার রাজধানী সারাজেভো (২৫৪) এবং পঞ্চমে পোল্যান্ডের ক্রাকুফ (২১২) শহর।

আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর ২০১–৩০০ হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এই অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়, এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ঢাকার নাগরিকদের জন্য এই পরিস্থিতি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ দীর্ঘসময় দূষিত বাতাসে থাকার ফলে শ্বাসনালী ও হৃদরোগজনিত সমস্যা বাড়তে পারে।
এনএনবাংলা/

আরও পড়ুন
দুটি ব্যালট ও বেশি প্রার্থীর হওয়ায় ভোট গণনায় সময় লাগতে পারে: ইসি সচিব আখতার
নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নই হোক মূল প্রতিশ্রুতি: নাগরিক সমাজের দাবি
সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী