Friday, January 23rd, 2026, 5:41 pm

আমাদের কোনো কার্ড নেই, আপনারাই আমাদের শক্তি ও ভালোবাসার কার্ড: জামায়াত আমির

 

পঞ্চগড় জেলা সদরের চিনিকল মাঠে শুক্রবার (২৩ জানুয়ারি) ১০ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমাদের কোনো কার্ড নেই। আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের ভালোবাসার কার্ড। আপনার দোয়া ও সমর্থন আমাদের শক্তিশালী করবে।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা দেশের মানুষকে কখনও ফেলে যাইনি। জীবনে-মরণে একসঙ্গে লড়াই করবো ইনশাআল্লাহ। আগামীতে উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব ও পিছিয়ে রাখার প্রথা বন্ধ করতে চাই। পাঁচ বছরের মধ্যে আমরা এই অঞ্চলের চেহারা বদলে দিতে পারব।”

তিনি কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমরা চাই না উত্তরাঞ্চলে কোনো বেকার যুবক থাকুক। প্রতিটি মানুষের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া এবং নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।”

স্বাস্থ্য ও শিল্প উন্নয়নের পরিকল্পনা প্রকাশ করে জামায়াত আমির বলেন, “আল্লাহ-তায়ালা যদি দায়িত্ব দেন, প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। পঞ্চগড়ে বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো আবার চালু করা হবে। আমরা উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই। যুবসমাজের হাত শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।”

তিনি সতর্ক করেন, “১২ তারিখে বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে। কোনো পুরোনো দুর্বৃত্ত যেন নতুন কোনো পোশাকে ফিরে আসতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধানসহ ১০ দলীয় নেতারা।

এনএনবাংলা/