Friday, January 23rd, 2026, 8:10 pm

নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

 

নড়াইল প্রতিনিধি :
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অন্তু শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেল ৪টার দিকে কালনা—যশোর মহাসড়কে সদর উপজেলার বুড়িখালি এলাকা কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক অন্তু শেখ ঘটনাস্থলেই নিহত হন। নিহত অন্তু শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা গ্রামের শহিদ শেখের ছেলে। তিনি একজন গরু ব্যবসায়ী।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের ছোট ভাই জানান, অন্তু শেখ নিজ বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা থেকে শুক্রবার (২৩ জানুয়ারী) সকালে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া পশুর হাটে গরু কেনা—বেচা করতে যান। গরু কেনা—বেচা শেষে শুক্রবার বিকেলে মোটরসাইকেল যোগে মাইজপাড়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কালনা—যশোর মহাসড়কের বুড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সাথে অন্তুর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নড়াইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেওয়া হয়েছে। কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো ড—১৪—১৮৯৯) জব্দ করা হয়েছে, তবে চালক বা হেলপার পালিয়ে গেছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।