Friday, January 23rd, 2026, 8:13 pm

সেতু, কৃষি, কর্মসংস্থান আর নদীকেন্দ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি খুলনা-৪ এ

নির্বাচনী প্রচারণার প্রচলিত সভা–সমাবেশের বাইরে গিয়ে খুলনা-৪ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল সরাসরি জনতার মুখোমুখি হয়েছেন। নদীবেষ্টিত এই জনপদের দীর্ঘদিনের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা নিয়ে খোলামেলা প্রশ্নোত্তরের মাধ্যমে তিনি তুলে ধরেছেন নিজের রাজনৈতিক অঙ্গীকার ও কর্মপরিকল্পনার রূপরেখা।
শুক্রবার বিকেলে রূপসা উপজেলার পালেরহাট বাজার মাঠে অনুষ্ঠিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঞ্চালনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রার্থীর কাছে সরাসরি প্রশ্ন করেন। বেকারত্ব, মাদক, কৃষিপণ্যের ন্যায্য মূল্য, যোগাযোগ সংকট, নদীপাড়ের শিল্প এবং শিক্ষা–স্বাস্থ্য—সবকিছুই উঠে আসে আলোচনায়।
খুলনা-৪ আসনের ভৌগোলিক বাস্তবতা বিশ্লেষণ করে আজিজুল বারী হেলাল বলেন, রূপসা নদী এই জনপদের প্রাণ হলেও যোগাযোগ ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তা উন্নয়নের বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।নদীকে বাধা নয়, শক্তিতে রূপান্তর করতে হবে,এমন মন্তব্য করে তিনি বলেন, নদীকেন্দ্রিক পরিকল্পনা ছাড়া খুলনা-৪ আসনের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
বেকারত্ব ও মাদক যুব সমাজের গভীর সংকট
অনুষ্ঠানে তরুণদের পক্ষ থেকে বেকারত্ব ও মাদক সমস্যার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, খুলনা-৪ আসনের যুব সমাজ সম্ভাবনাময় হলেও কর্মসংস্থানের অভাবে তারা হতাশায় ভুগছে।
তিনি জানান, কৃষি, মৎস্য, নদীকেন্দ্রিক ব্যবসা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক উদ্যোগ জোরদার করে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।
রূপসা অঞ্চলের সবজি চাষের প্রসঙ্গ উঠে এলে আজিজুল বারী হেলাল বলেন, উৎপাদনে সফল হলেও যাতায়াত ও বাজার ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছেন না।
তিনি প্রতিশ্রুতি দেন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও আধুনিক বাজার কাঠামো গড়ে তুলে কৃষকের সব সমস্যার সমাধানে কাজ করবেন।
রূপসা নদীর ওপর দুটি সেতুর ঘোষণা
যোগাযোগ সংকটের স্থায়ী সমাধান হিসেবে তিনি রূপসা নদীর ওপর দুটি সেতু নির্মাণের কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন,একটি সেতুর কাজ চলমান রয়েছে। আরেকটি নতুন সেতু নির্মাণ করা হবে। এই দুটি সেতু খুলনা-৪ আসনের অর্থনৈতিক চিত্র বদলে দেবে।
রূপসা নদীর তীরে গড়ে ওঠা মাছ প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিমুখী কোম্পানিগুলোকে ভবিষ্যৎ অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পিত ব্যবস্থাপনায় এ খাতে বিপুল কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।
আজিজুল বারী হেলাল জানান, তিনি এলাকায় একটি হটলাইন ফোন নম্বর চালু করেছেন, যেখানে তিনি নিজেই জনসাধারণের সমস্যা শোনেন এবং সমাধানের উদ্যোগ নেন।
তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনের পরেও এই জনসেবামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।
রূপসা জেলখানা ঘাট এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, উন্নত দেশের আদলে আধুনিক ফেরি পারাপার ব্যবস্থা চালু করা হবে, যাতে নিরাপদ ও শৃঙ্খলিত যাতায়াত নিশ্চিত হয়।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুণগত পরিবর্তনের অঙ্গীকার করে তিনি বলেন, নির্বাচিত হলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং সব সময় সাধারণ মানুষের পাশে থাকবেন।
নেতাকর্মী ও সুশীল সমাজসহ হাজারো মানুষের উপস্থিতিতে সরাসরি প্রশ্নোত্তরের এই আয়োজন খুলনা-৪ আসনের নির্বাচনী রাজনীতিতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। জনতার প্রশ্নের মুখে দাঁড়িয়ে দেওয়া প্রতিশ্রুতিগুলোই এখন ভোটের মাঠে আজিজুল বারী হেলালের সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা।