ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারও আলোচনায়। বর্তমানে তিনি বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ ও কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’—এই দুটি নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এর মধ্যেই তার একটি ফেসবুক স্টোরি ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা।
সম্প্রতি নিজের ফেসবুক স্টোরিতে অপু বিশ্বাস লেখেন, ‘ফিতা দেখি সবাই কাটে, আমি কাটি বলে, ফিতা কাটা নায়িকা’, সঙ্গে ছিল হাসির ইমোজি। স্টোরিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা ও ব্যাখ্যা।
ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের একাংশ অপু বিশ্বাসের এই মন্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন। কেউ কেউ বলছেন, তার এই স্টোরি নাকি ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীকে উদ্দেশ্য করেই দেওয়া।
উল্লেখ্য, প্রায় এক বছর বা তারও বেশি সময় আগে সিনেমার কাজে নিয়মিত দেখা যায়নি অপু বিশ্বাসকে। সে সময় বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের ফটোশুট ও শোরুম উদ্বোধনের ফিতা কাটার অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতে দেখা গেছে। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে আলোচনা ও সমালোচনাও কম হয়নি। তবে এসব সমালোচনায় কান না দিয়ে পণ্য উদ্বোধন ও ফটোশুটের কাজ চালিয়ে গেছেন তিনি।
এদিকে সময়ের ব্যবধানে অপু বিশ্বাসের পাশাপাশি আরও কয়েকজন ঢালিউড তারকাকেও বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে। সেই তালিকায় রয়েছেন শবনম বুবলীও।
গতকাল মঙ্গলবার রাতেও একটি প্রতিষ্ঠানের ফিতা কেটে উদ্বোধন করেন শবনম বুবলী। এর পরই অপু বিশ্বাসের ফেসবুক স্টোরির মন্তব্যটি বুবলীকে ঘিরেই করা—এমন ব্যাখ্যা দিয়ে নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
সব মিলিয়ে, একটি ফেসবুক স্টোরি আবারও ঢালিউডের দুই আলোচিত নায়িকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় নিয়ে এসেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
তরুণদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান
ইরানকে কেন্দ্র করে উত্তেজনা: কাতারে যুদ্ধবিমান পাঠাল যুক্তরাজ্য
চট্টগ্রামকে বিধ্বস্ত করে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স