রংপুর ব্যুরো:
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের বলেছেন, গণভোটে হাঁ জয়ী হলে দেশে প্যারালাল ফোর্স জারি হয়ে যাবে। যার মাধ্যমে গণঅভ্যুত্থানের সরকার গঠন করে সংসদ সদস্য ও সংসদকে নিয়ন্ত্রণ করা হবে। বর্তমান সরকার বিপ্লবী সরকারের নামে ক্ষমতা দখল করে রাখবে। আমরা তা লক্ষ্য করছি।
তিনি তার নির্বাচনীন প্রচারে এসে বৃহস্পতিবার রাতে (১০ টার পর) মাওলানা শাহ্ কারামত আলী জৌনপুরী ও হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন। এর পর রাতে তার পৈত্রিক নিবাস স্কাইভিউ বাস ভবনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
শুধু তাই নয় এ জন্য সরকার পরিকল্পভাবে মবের মাধ্যমে দেশে গণহত্যা চালাচ্ছে। তারা সাধারণ মানুষকে আওয়ামী লীগ বানিয়ে মবের মাধ্যমে হত্যা করছে। র্যাব-পুলিশকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। তা দেশের মানুষের কে আইনী নিরাপত্তা দেবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ খারাপ অবস্থায় রয়েছে।
সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি সংশয় প্রকাশ করছি। বর্তমান সরকারগণ ভোটের নামে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরিকল্পনা করছে। তারা নির্বাচনের পরে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্থান্তর করবে কি না তা এখনো সরকার স্পষ্ট করেনি। তাই এ নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। আমি আশংকা প্রকাশ করছি হ্যাঁ ভোটের মাধ্যমে এই সরকার নির্বাচনের পরে বিপ্লবী সরকার গঠন করে ক্ষমতায় থাকতে চায়। বর্তমান সরকার নিজেই স্বীকার করেছে তাদের আন্দোলন পরিকল্পিতভাবে করেছে। তাদের সাথে জামায়াত ও তার সহযোগী সংগঠন এনসিপি জড়িত ছিল। জামায়াত দেশকে জঙ্গিবাদেও দিকে ঠেলে দিচ্ছে।
জিএম কাদের আরও বলেন, গণ ভোটে হা জয়ী হলে জনগণের সংসদ হবেনা, এটা হবে শক্তি প্রয়োগকারী সংস্কার। তিনি বলেন, সঠিকভাবে নির্বাচন দিয়ে স্বাভাবিক সরকার গঠন করতে হলে গণভোট বাতিল করতে হবে। এই জন্য জনগণকে গণভোটের বিপক্ষে অবস্থান নিতে বলা হয়েছে। জাতীয় পার্টি জুলাই আন্দোলন করেও, জীবন দিয়েও দোষর ট্যাগ পাচ্ছে। গণঅভ্যুত্থানের সরকার করার পরিকল্পনা করতেই গণভোট নিয়ে আসা হয়েছে। গণভোট জয়ী জলে সংসদ সদস্যদের আজ্ঞাবহ হয়ে কাজ করতে হবে। জাতীয় পার্টি সংস্কারের বিপক্ষে নয়। তবে গণভোট চাননা। জনগণকে না বুঝিয়ে গণভোটের পক্ষে হা ভোট দিতে বলা হচ্ছে। জিএম কাদের বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় হচ্ছে না। এই দেশে গণহত্যা চলছে।
জাতীয় পার্টি জুলাই আন্দোলন করেও, জীবন দিয়েও দোসর ট্যাগ পাচ্ছে। দেশে গণহত্যা এখন মবের নামে গণহত্যার উৎসব চলছে।
জামায়াতের একটি বট বাহিনী আছে তারা এই গণহত্যার সাথে জড়িত। তারা নানাভাবে মিথ্যাচার করছে। এই সরকার আসার পরে আমার বিরুদ্ধে, আমাদের কর্মীদের নানা গায়েবি মামলা করেছে। আন্দোলনে আমাদেও দলের দু’জন মৃত্যু বরণ করেছে। বহু নেতাকর্মী কারাগারে ছিল। যারা আমাদের স্বৈরাচারের দোষর। তারা আন্দোলনে কি ভূমিকা রেখেছে, দেশের জন্য কি করেছে। ##

আরও পড়ুন
অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়াকে আলোকিত জনপদে রূপান্তর করা হবে- প্রিন্স
সমাজ থেকে অন্যায় জুলুম দূর করতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইলেন:অধ্যক্ষ শাহাবুদ্দিন
নাটোরে যুবদল নেতা কাবির হোসেন কাঙ্গাল আটক