নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া) :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আতুকুড়া এলাকায়লাখাই সীমান্তে ভলভদ্র নদীর তীরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুরা গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ । অভিযানে নাসিরনগর থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।
কারাদণ্ডে দণ্ডিতরা হলেন,হবিগঞ্জের লাখাই উপজেলার লক্ষীপুর গ্রামের জামাল মিয়া (৫৩) ও একই গ্রামের হারুন মিয়া (৩৭)।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ বলেন, নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।
এদিকে নাসিরনগর উপজেলা সদরে জলাধারের পাশে মাটি ভরাট করে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে নাসিরনগর সদরের আনিছ মিয়া নামে একজনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এ ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন
অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়াকে আলোকিত জনপদে রূপান্তর করা হবে- প্রিন্স
সমাজ থেকে অন্যায় জুলুম দূর করতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইলেন:অধ্যক্ষ শাহাবুদ্দিন
নাটোরে যুবদল নেতা কাবির হোসেন কাঙ্গাল আটক