সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:
সমাজ থেকে অন্যায় জুলুম দূর করতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ (অব:) শাহাবুদ্দিন বলেছেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই।
গতকাল কামালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত দড়িপাড়া বাজার মাঠ প্রাঙ্গনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন ইসলামী সমাজ ব্যবস্থায় ধনী-দরিদ্র,কৃষক-শ্রমিক সকলের অধিকার সুরক্ষিত হবে।
নির্বাচনী জনসভায় কামালপুর ইউনিয়ন জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাও: নজরুল ইসলাম নজিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামী সারিয়াকান্দি-সোনাতলার নির্বাচনী সমন্বয়ক প্রভাষক মোজাহিদুল ইসলাম,জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আইন সম্পাদক ছাত্রনেতা অ্যাডভোকেট. শাহিন মিয়া,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখা সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ,সারিয়াকান্দি উপজেলা জামায়াতের আমীর মাও: ইকবাল হোসেন, সেক্রেটারী কাজী জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ও যুব বিভাগ সভাপতি মোঃ আরিফুল ইসলাম,উপজেলা এনসিপি প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুল,উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ আসিব ইসলাম প্রমুখ।

আরও পড়ুন
অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়াকে আলোকিত জনপদে রূপান্তর করা হবে- প্রিন্স
নাটোরে যুবদল নেতা কাবির হোসেন কাঙ্গাল আটক
নাসিরনগরে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুইজনকে একমাসের কারাদণ্ড