Saturday, January 24th, 2026, 4:08 pm

নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ব্যালট না এলে গণনা করা হবে না: ইসি

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন, তাদের ব্যালট আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো ব্যালট ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৪ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ব্যালট হাতে পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোট প্রদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দেবেন। নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের আগে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানো ব্যালটই কেবল গণনার আওতায় আসবে।

এছাড়া কমিশন জানায়, আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো না হলে তা নির্ধারিত সময়ে পৌঁছানোর সম্ভাবনা কম। সে কারণে প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যেই পোস্টাল ব্যালটে ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, দেশের ভেতরে তিন শ্রেণির নাগরিক—সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কয়েদিরা—এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বিশ্বের ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও এই পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করবেন। সব মিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে মোট ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটারের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করবে নির্বাচন কমিশন।

এনএনবাংলা/পিএইচ