Saturday, January 24th, 2026, 4:18 pm

ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলোকে এক জায়গায় আনতে চাই: তারেক রহমান

 

ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সব সামাজিক সুবিধা এক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, সরকারের নানা প্রকল্প থাকলেও সেগুলো এখনো সমন্বিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসব সুবিধা একটি কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উৎপাদনও বাড়াতে হবে। উৎপাদক ও ভোক্তার মাঝখানে মধ্যস্বত্বভোগীর উপস্থিতি স্বাভাবিক হলেও কেউ যদি অনৈতিকভাবে অতিরিক্ত মুনাফা করতে চায়, তা রোধ করতে হবে।

তিনি আরও বলেন, দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণেও অনেক সময় দ্রব্যমূল্য বেড়ে যায়। তাই কৃষকদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি এসব কাঠামোগত সমস্যার দিকেও নজর দিতে হবে।

তারেক রহমান বলেন, যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতি দমন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসব বিষয় ঠিক করা গেলে অন্যান্য সমস্যাও ধীরে ধীরে সমাধান হবে।

মব জাস্টিস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, যোগ্য শিক্ষক তৈরি করাও জরুরি। শিশুদের ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে।

শিক্ষাকে আনন্দময় করার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, পড়ালেখা সহজ ও আকর্ষণীয় করতে হবে, যাতে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে শেখে। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে খেলাধুলাকে বাধ্যতামূলকভাবে যুক্ত করা হবে। খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিও শিক্ষার অংশ হবে। এতে শিশুদের অতিরিক্ত ইন্টারনেট নির্ভরতা কমবে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে আলাদা টিম গঠন করে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

নগরের ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, রোড ডিজাইনিং, গণপরিবহন ব্যবস্থা ও কর্মসংস্থান—সবকিছু ঢাকা-কেন্দ্রিক হওয়ায় যানজট বেড়েছে। এ সমস্যা সমাধানে ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ থাকবে।

তিনি বলেন, দেশে ফ্লাইওভার ও মেট্রোরেল নির্মাণ হয়েছে। তবে মেট্রোরেল ব্যয়বহুল এবং বেশি জায়গা নেয়। সে ক্ষেত্রে মনোরেল একটি কার্যকর বিকল্প হতে পারে। ছোট বগির মনোরেলকে মেট্রোর সঙ্গে সংযুক্ত করে ঢাকার বিভিন্ন এলাকায় চালু করা সম্ভব।

প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, অনেক তরুণ অদক্ষ অবস্থায় বিদেশ যাচ্ছেন। তাদের দক্ষ করে গড়ে তুলতে পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রবাসীরা যদি বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠান, তাহলে তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থাও করা যেতে পারে।

আরেক প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, তিনি মাকে খুব মিস করেন। তবে রাত পাঁচটার সময়ও যখন দেখেন মানুষ অপেক্ষা করছে, তখন আর কোনো ক্লান্তি অনুভব করেন না।

এনএনবাংলা/পিএইচ