Saturday, January 24th, 2026, 6:58 pm

নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসবে: শ্রিংলা

 

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম না হলে জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই—এমন মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তাঁর দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতে কখনোই জয়ী হতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্রিংলা।

তিনি বলেন, ‘জামায়াত কখনো “ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে” জিততে পারেনি। ভবিষ্যতেও তাদের পক্ষে তা সম্ভব নয়।’ তাঁর মতে, অতীতে দলটি পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি, যা তাদের সীমিত জনসমর্থনেরই প্রমাণ।

হর্ষবর্ধন শ্রিংলা আরও বলেন, ‘কেউ যদি তাদের আগে সামনে নিয়ে আসে, তারপরও নির্বাচনে অনিয়ম না হলে জামায়াতের ক্ষমতায় আসা অসম্ভব। শুধুমাত্র অনিয়ম হলেই তারা ক্ষমতায় যেতে পারে।’

বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে—বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে ভারত, যেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে। তবে বাস্তবে তেমন পরিস্থিতি তিনি দেখছেন না বলেও মন্তব্য করেন শ্রিংলা।

তিনি বলেন, ‘নির্বাচন আদৌ হবে কি না, সেটিই এখনো অনিশ্চিত। সেখানে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে। আর নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, তা নিয়েও প্রশ্ন আছে। পুরো পরিস্থিতিতেই অনেক অনিশ্চয়তা বিদ্যমান।’

এনএনবাংলা/পিএইচ