কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসান মোল্লার মৃত্যুর বিষয়টি শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম। তিনি জানান, বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, নিহত হাসান মোল্লা কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা এবং আকো মোল্লার ছেলে। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানের একান্ত সচিব মো. উজ্জ্বল জানান, শুক্রবার দিবাগত রাতে হাসান মোল্লার অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম বলেন, “চিকিৎসাধীন অবস্থায় হাসান মোল্লার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ, ‘এটা হচ্ছে আমার প্ল্যান’: তারেক রহমান
নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসবে: শ্রিংলা
সারজিস আলমকে শোকজ