Saturday, January 24th, 2026, 7:59 pm

আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ, ‘এটা হচ্ছে আমার প্ল্যান’: তারেক রহমান

 

আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্নীতি নিয়ন্ত্রণ—এই দুই বিষয়কে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের অন্যান্য সমস্যার সমাধানে এই দুটি খাতে কার্যকর পদক্ষেপ নেওয়া সবচেয়ে জরুরি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ‘আমরা ভাবনা বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমাদের প্রথম কাজ হবে আইনশৃঙ্খলা নিশ্চিত করা। মানুষ যেন রাস্তায় নিরাপদে চলাফেরা করতে পারে—আপনি, আমি, সবাই যেন নিরাপদ বোধ করি, সেটি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুর্নীতিকে যেভাবেই হোক আমাদের অ্যাড্রেস করতে হবে।”

তিনি আরও বলেন, “দুর্নীতির ধরন বিভিন্ন রকম এবং তা বিভিন্ন পর্যায়ে বিদ্যমান। এসব জায়গায় আমাদের ধারাবাহিকভাবে কাজ করতে হবে। যদি আমরা আইনশৃঙ্খলা ও দুর্নীতির বিষয় দুটি সঠিকভাবে মোকাবিলা করতে পারি, তাহলে দেশের অন্যান্য অনেক সমস্যারই সমাধান সহজ হয়ে আসবে। এটাই আমার প্ল্যান।”

গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মেয়ে জাইমা রহমান। এ সময় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে তিনি সেগুলোর খোলামেলা জবাব দেন।

ফ্যামিলি কার্ড কারা পাবেন—এমন এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, “সিঙ্গেল মাদার, ব্রাইড, যাঁরা নানা সমস্যার মধ্যে আছেন—স্বামী ছেড়ে গেছেন—এমন অনেকেই আছেন। আমার ধারণা অনুযায়ী, বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় বর্তমানে ১৩৮টি প্রকল্প চালু রয়েছে। কিন্তু এগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। এতে সম্পদের অপচয় হচ্ছে—একজন তিনটি সুবিধা পাচ্ছেন, আরেকজন একটিও পাচ্ছেন না।”

তিনি বলেন, “আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই বিষয়টিকে একটু সংগঠিত করতে চাইছি এবং এটিকে ইউনিভার্সাল হিসেবে রাখার পরিকল্পনা রয়েছে।”

উদাহরণ দিয়ে তারেক রহমান বলেন, “একজন কৃষকের স্ত্রী ফ্যামিলি কার্ড পাবেন, একজন ভ্যানচালকের স্ত্রী পাবেন, আবার একজন অফিসিয়ালের স্ত্রীও এই কার্ড পাবেন।”

এনএনবাংলা/পিএইচ