Sunday, January 25th, 2026, 2:31 pm

‘বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, জনগণের আমানতের খেয়ানত করব না’

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিকে ব্যবহার করে তিনি বা তার পরিবারের কেউ কখনো সম্পদ গড়ে তোলেননি। বরং রাজনীতি চালিয়ে যেতে গিয়ে বাপ–দাদার রেখে যাওয়া জমিজমা পর্যন্ত বিক্রি করতে হয়েছে। জনগণের আমানতের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের বরুণাগাঁও মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “আপনারা সবাই আমাকে ও আমার পরিবারকে ভালোভাবেই চেনেন। আমরা রাজনীতি করে সম্পদের মালিক হইনি। আমাদের রাজনীতি আদর্শের রাজনীতি—জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপির কেউ যদি আওয়ামী লীগের মতো দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি কখনো সেই পথে হাঁটবে না।

রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়েও সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ঠিক নয়। জামায়াতে ইসলাম ১৯৯১ সালে নির্বাচনে অংশ নিলেও তারা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে সক্ষম। বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য সারের কোনো সংকট থাকবে না। মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং যুব সমাজের কর্মসংস্থানে আগের মতোই কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপি এ দেশে উদারপন্থী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এবং নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতায় যেতে বিশ্বাসী। শুধু স্লোগান দিয়ে ভোট পাওয়া যায় না—মানুষের পাশে দাঁড়িয়ে সৎ কাজের মাধ্যমে তাদের মন জয় করতে হয়।

এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে দেশবাসীর দোয়া কামনা করেন। গণসংযোগ কর্মসূচিতে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/পিএইচ