কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুর-৩ আসনের হাতপাখার মনোনীত প্রার্থী মাওলানা আজিজুল হকের ১২ বছরের সন্তানকে রাতের আধারে মারধর করেছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হাতপাখার কর্মী সমর্থকরা। জানাগেছে, সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুল হকের একমাত্র শিশুপুত্র আব্দুল্লাহ শনিবার সন্ধ্যার পরে তার বাড়ির সামনের রাস্তায় খেলছিল। এসময় হত্যার উদ্দেশ্য আবদুল্লাহকে হঠাৎ মারধর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। রোববার সকালে চিকিৎসকরা তাকে রেফার করে ঢাকায় পাঠান। হামলার প্রতিবাদে আজ রবিবার দুপুরে আইএবি কালকিনি উপজেলা কার্যালয়ে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইসলামী আন্দোলনের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা তামিন হুসাইন জানান, হাতপাখার মনোনীত প্রার্থীর বাড়ির সামনে দিয়ে শনিবার সন্ধ্যার পরে বিএনপির একটি মিছিল যায়। ওই মিছিল থেকে মনে হচ্ছে আবদুল্লাহর উপর হামলা করা হতে পারে। এ ঘটনাশ আমরা থানায় অভিযোগ করেছি। আমরা দোষীদের দৃষ্টান্তমুলক বিচার দাবি জানাই। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন জানান, বিএনপির কেউ ওই হামলার সঙ্গে জরিত নয়। সম্পুর্ন পারিবারিক বিষয় এখন রাজনৈতিক ভাবে প্রভাবিত করা হচ্ছে। এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) পল্লব জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
নাসিরনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরের তিনটি আসনেই বড় সম্ভাবনা বিএনপির
কালকিনিতে প্রায় ৪ মণ জাটকা জব্দ: ২৮ হাজার টাকা জরিমানা!