Sunday, January 25th, 2026, 8:32 pm

গাজীপুরে ককটেল ফাটিয়ে, গুলি ছুঁড়ে ২৪ লাখ টাকা ছিনতাই

 

গাজীপুরের বাসন এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্টে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে ছিনতাই করা হয়েছে ২৪ লাখ টাকা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখনো কাউকে আটক করতে পারেনি।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলামের ম্যানেজার সাইফুল ইসলাম ব্যাংকের টাকা জমা দেওয়ার জন্য চান্দনা চৌরাস্তার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

স্থানীয় কাজিমউদ্দিন স্কুলের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত সাইফুলের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা দুই রাউন্ড গুলি ছুড়ে ও কয়েকটি ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, “এজেন্ট পয়েন্টের টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে দুষ্কৃতিকারীরা ককটেল ফাটিয়ে টাকা লুটে পালিয়ে যায়। আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এনএনবাংলা/