গাজীপুরে দুই সন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। সোমবার (২৬ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন নয়নীপাড়া এলাকার একটি রেলক্রসিংয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। তাৎক্ষণিকভাবে তার দুই সন্তানের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে রেললাইনের কাছে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে দৌড়ে এসে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এক নারী তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসঙ্গে ঘোষণা হবে: ইসি আখতার
ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার পদত্যাগের ঘোষণা
নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকার নির্দেশনা প্রধান উপদেষ্টার