জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ১৩৭ কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
একই সঙ্গে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিএসসির প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামেরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ পৃথক রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
দুদকের পক্ষে শুনানিতে কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম জানান, সালমান এফ রহমানের জন্য পাঁচ দিন এবং সিয়ামের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। রিমান্ডের পক্ষে দুদক বিস্তারিত যুক্তি তুলে ধরলে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামির জন্য চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ক্ষমতার অপব্যবহার করে ‘স্কাইনেট অ্যাপারেলস’ নামের একটি প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ ও অ্যাকমোডেশন বিল তৈরি করেন এবং সেই অর্থ বিদেশে পাচার করেন। এ জালিয়াতির সঙ্গে তার ছেলে ও ভাতিজার মালিকানাধীন দুবাইভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। বর্তমানে তিনি অন্য মামলায় কারাগারে থাকায় এই মামলায় পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
অন্যদিকে, সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে তিনি ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
স্ত্রী-সন্তানের মৃত্যুর তিন দিন পর জামিন পেলেন ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ নেতা সাদ্দাম
বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে বিশ্ব ক্রিকেটে তীব্র প্রতিক্রিয়া
সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসঙ্গে ঘোষণা হবে: ইসি আখতার