ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি একাধিক গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও পরিস্থিতির কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন শারীরিক শিক্ষা কেন্দ্র এলাকায় তার নির্দেশে কয়েকজন বহিরাগতকে কান ধরে ওঠবস করানোর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও দুটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পদত্যাগের ব্যাখ্যায় সর্বমিত্র চাকমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে অনেক প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছিলেন। শুরু থেকেই ক্যাম্পাসকে নিরাপদ করতে রেজিস্টার্ড রিকশা চালু করাসহ বিভিন্ন প্রস্তাব প্রশাসনের কাছে দিয়েছি। কিন্তু বাস্তবতা হলো—কেন্দ্রীয় খেলার মাঠে এখনো কোনো সিসি ক্যামেরা নেই, নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও।
তিনি আরও বলেন, শারীরিক শিক্ষা কেন্দ্র এলাকায় দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ প্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনা নিয়মিত ঘটছে। এসব ঘটনায় শুধু শিক্ষার্থীদের নিরাপত্তাই নয়, বিশ্ববিদ্যালয়ের মর্যাদাও প্রশ্নের মুখে পড়ছে।
সর্বমিত্র চাকমা বলেন, আমার চিন্তা-ভাবনার কেন্দ্রে ছিল কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। একা হাতে বিভিন্ন জায়গায় উদ্যোগ নিয়েছি, নিজের দায়িত্বের সীমার বাইরেও গিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত আইন তো আইনই। এসব দায়িত্ব পালন করতে গিয়ে আমার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থার ওপর বড় ধরনের চাপ পড়েছে। এখন আর এই দায়িত্ব চালিয়ে নেওয়ার সক্ষমতা আমার নেই।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
এত তালা কেনার টাকা নেই যে নারীদের ঘরে বদ্ধ করে রাখব: জামায়াত আমির
নতুন পরিচয়ে হাবিব ওয়াহিদ
স্ত্রী-সন্তানের মৃত্যুর তিন দিন পর জামিন পেলেন ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ নেতা সাদ্দাম