সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:
কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা-এই প্রতিপাদ্যে সারিয়াকান্দিতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা,সচেতনতামূলক, সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্রাংকন ও পুরস্কার বিতরণ।
গতকাল দিনব্যাপী বগুড়া ফেডারেশন ও লেপ্রা বাংলাদেশের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালী শেষে বগুড়া জেলা কুষ্ঠ ও উন্নয়ন সংগঠনের সভাপতি তাসলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন ফেডারেশন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধক্ষ্য শাহিন আলম, লেপ্রা বাংলাদেশের পিএম ওয়াহেদুজ্জামান পলু,পিপি খাদিজাতুল কুবরা,এইচ এস ডব্লিউএ দেবদুলাল সরকার, তারাজুল ইসলাম। এসময় বগুড়া জেলা ও সারিয়াকান্দি উপজেলা ফেডারেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কালকিনিতে সরিষার বাম্পার ফলনের সঙ্গে মধু উৎপাদনের সম্ভাবনা!
রাজারহাটে অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের ১২ ঘরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি
তারেক রহমানের নেতৃত্বেই দেশে এবার ধানের শীষের বিজয় হবে