Monday, January 26th, 2026, 6:45 pm

নতুন পরিচয়ে হাবিব ওয়াহিদ

 

দুই দশকেরও বেশি সময় ধরে গানে গানে শ্রোতাদের মাতিয়ে রাখা জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ এবার যুক্ত হলেন নতুন পরিচয়ে। লাইফস্টাইল পোশাকের ব্র্যান্ড মাইক্লো বাংলাদেশ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, “আমি একটি লাইফস্টাইল পোশাকের ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়েছি—ভালোই লাগছে। আসলে এই ব্র্যান্ডটি বাংলাদেশের বাজারের জন্য রুচিশীল ও মানসম্মত পোশাক তৈরি করছে। এই মান ধরে রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।”

এই উপলক্ষে গতকাল রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে হাবিব ওয়াহিদের সঙ্গে সাংবাদিকদের এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশের পরিচালকসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ব্র্যান্ডটির ভবিষ্যৎ পরিকল্পনা, বাজার সম্প্রসারণের লক্ষ্য এবং হাবিব ওয়াহিদের সঙ্গে নতুন এই পথচলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এনএনবাংলা/