শেরপুরের শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে এক নির্বাচনী পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর যে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছিল, তা বর্তমানে আর নেই। তিনি আক্ষেপ করে উল্লেখ করেন, “৫ আগস্টের বিজয়কে আমরা ইসলামের বড় সুযোগ হিসেবে দেখেছিলাম, কিন্তু তা এখন ছিনতাই হয়ে গেছে।”
মুফতি রেজাউল করীম আরও বলেন, “বর্তমানে যারা আমেরিকার নীতি অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের মাধ্যমে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। এটি স্রেফ ধোঁকাবাজি।” তিনি ভোটারদের আহ্বান জানান, দেশের প্রকৃত ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিতে হবে।”
পথসভায় হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, “আমি এমন একটি স্বচ্ছ রাজনৈতিক দলের প্রার্থী হয়েছি, যাদের কোনো চারিত্রিক বা রাজনৈতিক কলঙ্ক নেই। ইসলামী আন্দোলনই ইসলামের প্রকৃত আদর্শ ধারণ করে কাজ করে যাচ্ছে।”
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি খন্দকার মাওলানা মো. আনোয়ার হোসেন, বক্তব্য রাখেন জেলা ও উপজেলার শীর্ষ নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মুফতি শহিদুর রহমান।
এনএনবাংলা/

আরও পড়ুন
জানুয়ারির ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৭ কোটি ডলার
টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক
বাংলাদেশের সাংবাদিকদের এক্রিডিটেশন দিল না আইসিসি