টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সময়মতো দল ঘোষণা করলেও, নিরাপত্তাজনিত কারণে সরকার ভারত গিয়ে বাংলাদেশ দলকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দেয়নি।
বিসিবি নির্ধারিত সময়ে সাংবাদিকদের জন্য আইসিসির কাছে এক্রিডিটেশনের আবেদন করেছিল। তবে আইসিসি সোমবার বাংলাদেশের কোনো সাংবাদিককে ভারত বা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপের সংবাদ পরিবেশন করার অনুমতি দেয়নি। সাংবাদিকদের এই সিদ্ধান্তের বিষয়টি মেইলের মাধ্যমে জানানো হয়েছে।
আইসিসি এক্রিডিটেশন না দেওয়ার কারণ হিসেবে জানিয়েছে, “বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের কাভারের অনুমতি দেওয়া যাচ্ছে না।” এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল উল্লেখ করেছিলেন, “ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড়, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে।”
এনএনবাংলা/

আরও পড়ুন
জানুয়ারির ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৭ কোটি ডলার
টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক
দেশে ইনসাফ প্রতিষ্ঠার নামে ধোঁকাবাজি চলছে: চরমোনাই পীর