সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হলেও তা বাস্তবায়নের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি স্পষ্ট করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে-স্কেল কার্যকর করবে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।
উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে পে-কমিশন কেবল তাদের প্রতিবেদন জমা দিয়েছে, তবে অন্তর্বর্তী সরকার এই পে-স্কেল বাস্তবায়নে যাচ্ছে না।
তিনি আরও জানান, ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে প্রস্তাবিত পে-স্কেল কার্যকর করতে বা বাতিল করতে পারবে। এ বিষয়ে নেওয়া যে কোনো সিদ্ধান্ত নির্বাচিত সরকারের জন্য বাড়তি কোনো চাপ সৃষ্টি করবে না।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
যুক্তরাজ্যে রেকর্ড ‘অতিদারিদ্র্য’: বিপাকে বাংলাদেশি-পাকিস্তানি কমিউনিটি
২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, জনসভা পরিণত হয়েছে জনসমুদ্রে
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েল