যথাযথ নিয়ম অনুসরণ না করলে কোনো ভোটারের ভোট বাতিল বলে গণ্য হবে—এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে বয়স ও লিঙ্গ নির্বিশেষে সবাই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ভোটারদের অংশগ্রহণকে উৎসাহিত করে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ আয়োজন করা জরুরি। কোনো ভোটার যাতে বাধার সম্মুখীন না হন, সে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে।
পোস্টাল ব্যালট বিষয়ে তিনি জানান, এটি দেশ ও প্রবাস—এই দুই ভাগে পরিচালিত হবে। এ ক্ষেত্রে কোনো নিয়মের ব্যত্যয় সহ্য করা হবে না। কেউ যদি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে ভোট দেন, তাহলে সেই ভোট বাতিল হিসেবে গণ্য হবে। একই সময়ে সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা শুরু হলেও পোস্টাল ব্যালটের ফলাফল পেতে কিছুটা সময় লাগবে। কারণ, প্রতিটি ব্যালটে ১১৯টি প্রতীক রয়েছে। ফলে প্রবাসীদের ব্যালটে কোন প্রতীকে ভোট দেওয়া হয়েছে, তা এজেন্টদের সামনে নিশ্চিত করতে হবে।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্ট গার্ড ও আনসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোটসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে ২ কিশোর আহত
যুক্তরাজ্যে রেকর্ড ‘অতিদারিদ্র্য’: বিপাকে বাংলাদেশি-পাকিস্তানি কমিউনিটি
২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, জনসভা পরিণত হয়েছে জনসমুদ্রে