Tuesday, January 27th, 2026, 2:06 pm

সাকিবকে জাতীয় দলে ফেরাতে আলোচনা চলমান আছে, জানালো বিসিবি

 

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক পরিস্থিতির কারণে সাবেক টাইগার অধিনায়কের দেশে ফেরা হয়নি। তবে বাংলাদেশ দলের আগামী সিরিজ থেকেই তাকে খেলার জন্য বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

বিসিবির পক্ষ থেকে সরকারকে সাকিব আল হাসানকে দেশে ফেরার বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দেশের মাটিতে তাকে আনুষ্ঠানিকভাবে অবসর দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। এ নিয়ে ইতোমধ্যে সাকিবের সঙ্গে বোর্ডের আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেন, ‘আলোচনা চলমান রয়েছে।’

এর আগে সংবাদ সম্মেলনে আমজাদ হোসেন জানান, সাকিবের বিষয়টি নিয়ে বোর্ড সভায় বিস্তারিত আলোচনা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সাকিব আল হাসানের অ্যাভেইলিবিলিটি, ফিটনেস এবং যেখানে খেলা হবে সেখানে তার উপস্থিত থাকার সক্ষমতা বিবেচনায় রেখে ভবিষ্যতে তাকে নির্বাচনের জন্য ভাবা হবে। এছাড়া বিভিন্ন গ্লোবাল টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বিসিবি তাকে এনওসি দেবে।

এদিকে সাকিব আল হাসানকে আবারও কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে বিসিবি। পাশাপাশি তার বিরুদ্ধে চলমান মামলা ও আইনি জটিলতা নিয়েও সরকারের সঙ্গে আলোচনা করবে বোর্ড।

এনএনবাংলা/পিএইচ