Tuesday, January 27th, 2026, 2:18 pm

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ১১ দলীয় জোটের মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।

দলীয় সূত্র জানায়, কলেজটির ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ বিষয়ে ছাত্রশক্তির নেতা সামি আব্দুল্লাহ জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাটি ঘটে।

এনএনবাংলা/পিএইচ