Tuesday, January 27th, 2026, 2:51 pm

আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন

 

২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন ঘোষণা হতে পারে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে দায়ের করা এই মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের সব যুক্তিতর্ক শেষ হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বিচারিক বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দেন।

এর আগে গত বছরের ৩০ জুন আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলার তদন্ত কর্মকর্তা ছাড়াও মোট ২৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ অভিযুক্ত ৩০ জনের মধ্যে এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে আহত হন আবু সাঈদ।

২৫ বছর বয়সী আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি কোটা সংস্কার আন্দোলনের বিশ্ববিদ্যালয় পর্যায়ের অন্যতম সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে আবু সাঈদ আহত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ থেকেই ধারাবাহিক ছাত্র-জনতার আন্দোলন ও অভ্যুত্থান গড়ে ওঠে, যার চাপে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

এনএনবাংলা/পিএইচ