দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নির্বাচনী জনসভাকে ঘিরে বিভাগের বিভিন্ন জেলা থেকে সকাল থেকেই নেতা-কর্মীদের ঢল নামে। নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ কানায় কানায় ভরে ওঠে, পরিণত হয় জনসমুদ্রে।
মঙ্গলবার (আজ) সকাল থেকে দলে দলে নেতা-কর্মীরা মিছিলসহ নগরীতে প্রবেশ করেন। ঢাকঢোল পিটিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন জনসভাস্থল। বেলা আড়াইটার দিকে তারেক রহমানের মঞ্চে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি মঞ্চে ওঠেন বিকেল ৩টা ৫০ মিনিটে। মঞ্চে উঠে নেতা-কর্মী ও জনসভায় আগতদের উদ্দেশে শুভেচ্ছা ও অভিবাদন জানান তিনি। এ সময় ‘তারেক রহমানের আগমন—শুভেচ্ছার স্বাগতম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
তারেক রহমান মঞ্চে ওঠার আগে বক্তব্য দেন বিভাগের চার জেলা থেকে আগত ধানের শীষের মনোনীত ২৪ জন প্রার্থীসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে বৃহত্তর স্বার্থে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তারা দাবি করেন, তারেক রহমান প্রধানমন্ত্রী না হতে পারলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে এবং এই নির্বাচনের মধ্য দিয়েই মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
এর আগে, সার্কিট হাউস মাঠে বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ মিছিল সহকারে সমাবেশে যোগ দেন। মিছিল, স্লোগান আর ব্যানার-ফেস্টুনে উৎসবের নগরীতে পরিণত হয় ময়মনসিংহ। জনসমাগমে পুরো মাঠ উপচে পড়ে।
এনএনবাংলা/

আরও পড়ুন
নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব, ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে
জামায়াত ক্ষমতায় গেলে পরিবারতন্ত্রের রাজনীতির অবসান হবে: ডা. শফিকুর রহমান